21584

09/19/2024 অ্যানিমেল ছবির মেকআপ-পোশাক নিয়ে ভুল স্বীকার পরিচালকের

অ্যানিমেল ছবির মেকআপ-পোশাক নিয়ে ভুল স্বীকার পরিচালকের

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩

মুক্তির পরপরই বিশ্বব্যাপী ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল। প্রায় এক মাস ধরে দাপিয়ে ব্যবসা করছে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ধুন্ধুমার অ্যাকশনের এই সিনেমাটি। নতুন খবর হল, অ্যানিমেল এবার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। তবে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে ছবিটি নিয়ে নতুন করে মুখ খুলেছেন পরিচালক সন্দ্বীপ।

তিনি জানিয়েছেন, ছবিটি শ্যুট করার সময় বেশকিছু ভুল হয়ে গিয়েছে। আর সেই ভুলগুলিই ওটিটিতে মুক্তির আগে তিনি শুধরে নিতে চান।

এ নিয়ে সন্দ্বীপ বলেন ‘বেশকিছু সমস্যা রয়েছে, কোথাও গানটি ঠিক ছিল না, কোথাও মেকআপে সমস্যা ছিল, আবার কোথাও পোশাকে সমস্যা ছিল। আমি জানি না এ ভুলগুলি কীভাবে থেকে গেল! আসলে এটা পাঁচটা ভাষায় মুক্তি পেয়েছে। আমি হয়ত চেন্নাইতে কোনও ভাষার শব্দ ঠিক করছিলাম তখনই ভুলগুলি হয়ে গিয়েছে, খেয়াল করিনি। গত ২০ দিন ভয়ংকর ছিল। আমরা ৩-৪ দিন মিক্সিং রুমেই শুয়েছিলাম। আমার মনে হচ্ছে, সেখানে আরও এক সপ্তাহ থাকা উচিত ছিল।’

সন্দ্বীপ আরও বলেন, আমি যে ভাষার সংস্করণটি সম্পাদনা করছিলাম সেখানে ১-২ শটে কিছু সমস্যা ছিল। আমি একই টেক থেকে ভিন্ন আরও কয়েকটি শট বদলে ব্যবহার করছি। আমার এখন মনে হচ্ছে ৩ ঘণ্টা ২১ মিনিটের পরিবর্তে ৩ ঘণ্টা ৩০ মিনিটেই ছবিটি ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি জানি না কেন আমি সেই ৮-৯ মিনিট বাদ দিলাম। তবে এবার ওটিটির জন্য আমি সে ৫-৬ মিনিট নতুন করে যুক্ত করব।'

অ্যানিমেল পরিচালক জানান, গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। তাঁর সঙ্গে চুক্তিও হয়েছিল। তবে শেষপর্যন্ত পরিণীতিকে নেওয়া হয়নি। এর কারণ হিসাবে পরিচালক বলেন, ‘দোষটা আসলে আমার, কিছু চরিত্র কিছু অভিনেতাদের সঙ্গে ঠিক খাপ খায় না। আমি পরিণীতির মধ্যে গীতাঞ্জলিকে দেখতে পাই নি। আমি কখনোই অডিশনে বিশ্বাসী নই। এগুলি সহজাত প্রবৃত্তির উপর নির্ভর করে। তবে প্রথম দিন থেকেই আমি ওর (পরিণীতির) অভিনয় পছন্দ করি।’

সন্দ্বীপ জানান, কবীর সিং-এর প্রীতির চরিত্রেও পরিণীতির অভিনয় করার কথা ছিল, তবে সেটাও হয়নি। পরিণীতির হয়ত খারাপ লেগেছে, তবে ও বুঝেছে কেন আমি ওকে এই চরিত্রগুলিতে নিইনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]