21685

03/14/2025 কারাগারে অসুস্থ, ঢামেকে আনার পর বন্দির মৃত্যু

কারাগারে অসুস্থ, ঢামেকে আনার পর বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৩ ১২:০৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ফজলুল করিম নামে ৭০ বছর বয়সী এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফজলুল হকের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানায়। তার বাবার নাম ওয়াজী উল্লাহ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ফজলুল করিমকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]