21736

04/11/2025 হুইলচেয়ারে করে মাকে বিদেশ ঘোরালেন প্রীতম

হুইলচেয়ারে করে মাকে বিদেশ ঘোরালেন প্রীতম

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৪

বলিউড সংগীত পরিচালক ও সুরকার প্রীতম চক্রবর্তী সাধারণত কাজ দিয়েই আলোচনায় থাকেন। তবে এবারের বিষয় ভিন্ন। মায়ের স্বপ্ন পুরণ করেছেন তিনি। হুইলচেয়ারে করে বিদেশ ঘুরিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন প্রীতম। তিনি লিখেছেন, ‘এই বছরটা আমাকে সংগীতের সঙ্গে দিয়েছে পারফেক্ট ফ্যামিলি টাইম কাটানোর সুযোগ। আর সেটাই আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। কয়েক বছর আগে মা জীবনে অন্তত একবার লন্ডন এবং প্যারিস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বাবার অ্যালজাইমার্স ধরা পড়ে। সেসময় বাবার পাশে ছিলেন মা। তার যত্নে কোনও ত্রুটি রাখেননি।। এমনকি নিজের হাঁটুর অস্ত্রোপচারও করাতে রাজি হননি।’

আরও লেখেন, ‘এরপর আমাদের ছেড়ে বাবা চলে যান । তারপর কোভিড আসে। জীবন যেন আরও অস্থির হয়ে পড়েছিল। বয়সের জন্য মায়ের আর হাঁটুর অস্ত্রোপচার করাও সম্ভব ছিল না। হুইলচেয়ারেই পুরোপুরি আটকে পড়েছিল। তবুও আমরা মাকে নিয়ে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। মা ভীষণ উত্তেজিত ছিল। যদিও আমরা সকলেই একটু ভয়ে ভযেই ছিলাম। তবে মায়ের মুখের ওই হাসিটা টাকা দিয়ে কেনা সম্ভব ছিল না। বাচ্চারাও ঠাম্মির সঙ্গে ঘুরতে যেতে পেরে দারুণ মজা পেয়েছিল। এই ছুটিটা আমি সারা জীবন মনে রাখব।’

বলিউডের জনপ্রিয় সুরকারদের একজন প্রতীম।ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের জিঙ্গেল করার মাধ্যমে। পরে গান দিয়ে মন জয় করে নেন সবার। একের পর এক রোমান্টিক গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]