21740

03/15/2025 আতশবাজির শব্দে শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়: জয়া

আতশবাজির শব্দে শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়: জয়া

বিনোদন ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৫

আর মাত্র একদিনের দূরত্বে ২০২৪ সাল। বিশ্ববাসীর মাঝে পড়েছে সাজ সাজ রব। নতুন বছর উদযাপনে যে যার মতো নিয়েছেন প্রস্তুতি। অপেক্ষা শুধু ৩১ ডিসেম্বর রাতের। এদিন মুহুর্মুহু আতশবাজিতে আলোকিত হয় আকাশ। তা দেখে মানুষজনের মনে আনন্দ ধরা দিলেও বিপাকে পড়ে পশুপাখিরা। ঘটে প্রাণহানি। বিষয়গুলো ভেবে অনেকে দাবি তুলেছেন এবার যেন বর্ষবরণে আতশবাজি, পটকা না ফোটানো হয়। অভিনেত্রী জয়া আহসানও এ ব্যাপারে একমত।

নিজের ফেসবুকে এ নিয়ে জয়া দিয়েছেন একটি ভিডিওবার্তা। সেখানে বলেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী—প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।’

তিনি আরও বলেন, ‘অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টি ফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসানের বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]