21789

03/14/2025 ঢাকা-১৩ আসনে নৌকার ভোট চেয়ে মহানগর ছাত্রলীগের র‍্যালি

ঢাকা-১৩ আসনে নৌকার ভোট চেয়ে মহানগর ছাত্রলীগের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:০৮

ঢাকা-১৩ আসনের নৌকা প্রার্থীর প্রচারণা অংশ হিসেবে বিশাল র‍্যালি করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগ। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় শ্যামলী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে আদাবর হয়ে মোহাম্মদপুর বাস স্টেশনে গিয়ে শেষ হবে। এতে ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক অংশ নেন। র‌্যালিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম এবং দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

এসময় নেতাকর্মীদের হাতে প্ল্যাকার্ড, লিফলেট, পোস্টার সম্বলিত কার্ডসহ নৌকা প্রতীকে ভোট চেয়ে স্লোগানে মুখরিত হয় ছাত্রলীগের আয়োজিত র‍্যালিটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]