22054

03/14/2025 আশরাফ আলী মাস্টার বিদ্যালয় কেন্দ্রে ২ ঘণ্টায় পড়েছে ২২১ ভোট

আশরাফ আলী মাস্টার বিদ্যালয় কেন্দ্রে ২ ঘণ্টায় পড়েছে ২২১ ভোট

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারী ২০২৪ ১১:০৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। যা এক যোগে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে‌।

সাধারণ ভোটাররা বলেন, সাধারণত মানুষ সকালবেলা নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। এছাড়াও নারী ভোটাররা দুপুরের পর ভোট দিতে আসেন।‌

রাজধানীর ঢাকা-৪ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কুয়াশার কারণে ভোরে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম।

জুরাইনে‌ আশরাফ আলী মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট বুথ ৮টি। মোট ভোটার ৪ হাজার ২৯৪। সকাল ১০ টা পর্যন্ত দুই ঘণ্টায় এখানে ভোট পড়েছে ২২১টি। যা মোট ভোটারের ৫ শতাংশ।

রিপোর্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জোবায়ের হাওলাদার বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পড়েছে ২২১টি। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।‌ সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]