2220

04/03/2025 প্রেমের ফাদেঁ ফেলে ধর্ষণ: শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রেমের ফাদেঁ ফেলে ধর্ষণ: শিক্ষকের বিরুদ্ধে মামলা

জেলা সংবাদদাতা, ময়মনসিংহ

৭ অক্টোবর ২০২০ ০১:০১

ময়মনসিংহে প্রেমের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবু সাঈদ নামে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

সাঈদ সদর উপজেলার দীঘারকান্দা কাদুর বাড়ী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। দীঘারকান্দা আদর্শ মডেল স্কুলের শিক্ষক তিনি।

ওসি ফিরোজ মামলার নথির বরাতে বলেন, “সদর উপজেলার ভাটি বাড়েরার পাড় এলাকার এক শিক্ষিকার সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়। সাঈদ তাকে বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ বছর প্রেম করার সময় বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন।

“তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি উভয়ের পরিবার ও সামাজিকভাবে জানাজানি হয়। কিন্তু সাঈদ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে ওই শিক্ষিকা বিয়ের দাবিতে সাঈদের বাড়িতে কয়েক দফা অবস্থান করেন। এমন অবস্থায় গত দুই মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়েছেন সাঈদ।”

ওই শিক্ষিকা মঙ্গলবার ধর্ষণ মামলা করার পর পুলিশ সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি ফিরোজ তালুকদার।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]