22207

04/04/2025 আওয়ামী লীগের জনসভায় জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের জনসভায় জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারী ২০২৪ ১৫:৩৪

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় জনসভাস্থলে উপস্থিত হন তিনি।

দুপুর ২টা ৪০ মিনিটে বিপুল নেতাকর্মীর সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র) ফটক দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন জাহাঙ্গীর আলম।

এ সময় তার কর্মীদের হাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন দেখা গেছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলমের ছবিও দেখা গেছে কর্মীদের হাতে।

মূল জনসভাস্থলে প্রবেশের পর মঞ্চ থেকে জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]