আজই শেষ হওয়ার কথা ছিল রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ কিন্তু তা বাড়িয়ে করা হল চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত।
আজ মঙ্গলবার আদালতের তরফে রিয়া এবং সৌভিকের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে করে দেওয়া হয় ২০ অক্টোবর।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তের পর গ্রেপ্তার করা হয় রিয়াকে। এর পর থেকেই জেলে রয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী।
রিয়ার গ্রেপ্তারের পর উঠে আসতে শুরু করেছে বলিউডের একাধিক নাম। মাদক সেবন এবং চক্রের সঙ্গে কোনওরকম যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিংদের ডেকে পাঠানো হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে।