22298

03/13/2025 এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

১৩ জানুয়ারী ২০২৪ ১৬:১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। সে উপলক্ষে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে।

জবাবে সালাউদ্দিন বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই।’

এবার মিরপুরে নয়, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। কুমিল্লাও অনুশীলনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত সাকিব মাসকো ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছে। এ নিয়ে কুমিল্লার কোচ বলেন, ‘মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না।’

সালাউদ্দিন আরও বলেন, ‘সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।’

আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]