22412

04/04/2025 অভিনেত্রী সায়নী ঘোষের মা আর নেই

অভিনেত্রী সায়নী ঘোষের মা আর নেই

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারী ২০২৪ ১১:০৯

অভিনেত্রী ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ মারা গেছেন। সোমবার বিকেলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুদীপা ঘোষ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাকে।

রোববার শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তারপর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সায়নীর মায়ের।

এদিকে হারিয়ে শোকস্তব্ধ সায়নী। মায়ের মৃত্যুতে সায়নীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তৃণমূল নেতারা।

জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে কোনো সময়েই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনো কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচি বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। সম্প্রতি কোনো সভামঞ্চেও তাকে দেখা যায়নি। হয়তো মায়ের অসুস্থতার কারণেই সভামঞ্চ করেননি সায়নী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]