22541

03/14/2025 আর লিভ ইন নয়, এবার বিয়েই করছেন রাশমিকা-বিজয়!

আর লিভ ইন নয়, এবার বিয়েই করছেন রাশমিকা-বিজয়!

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারী ২০২৪ ১০:৫১

কয়েক দিন আগে থেকেই আলোচনা চলছিল বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকার বিয়ে নিয়ে। ফেব্রুয়ারি মাসেই নাকি একে অপরের সঙ্গে বাগদান সারতে চলেছেন তারা। যদিও এটাই প্রথম নয়, মাঝে মধ্যেই তাদের বিয়ের খবর শোনা যায়। কিন্তু সেসব নিয়ে কখনওই কোনো প্রতিক্রিয়া দেননি তারা। অবশেষে নীরবতা ভাঙলেন বিজয়।

এই জুটির প্রেম-জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রচারণা চলাকালীন বিজয়-রাশমিকার লিভ ইন নিয়ে মন্তব্য করে বসেন খোদ রণবীর কাপুরও। তবে তাদের নাকি এখনই বিয়ের ইচ্ছে নেই।

ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজয়-রাশমিকা ব্যক্তিগত জীবনকে অন্তরালে রাখতেই পছন্দ করেন। যতক্ষণ পর্যন্ত না কিছু পাকাপাকি হচ্ছে, প্রকাশ্যে কিছুই বলতে চান না। এতদিন তেমন বার্তাই দিয়েছেন তারা। কিন্তু দিন দিন যেন জোরালো হচ্ছে তাদের বিয়ে থেকে বাগদান, লিভ ইনের খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ফেব্রুয়ারি মাসে আমি বিয়েও করছি না, আমার বাগদানও হচ্ছে না। আমার মনে হচ্ছে, প্রতি দুই বছর অন্তর সংবাদমাধ্যম আমার বিয়ে দেয়। প্রতি বছরই এই জল্পনা আমার কানে আসে। ওরা পারলে আমাকে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]