22579

03/12/2025 রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আগুন

রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারী ২০২৪ ১০:৪৭

রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। চারটি ইউনিটের চেষ্টায় রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, তারা সকাল ৭টা ৩৩ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩৬ মিনিটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার ১৪ তলা ভবনের ১৪ তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]