2258

03/13/2025 ইউক্রেনের জালে ফ্রান্সের ৭ গোল

ইউক্রেনের জালে ফ্রান্সের ৭ গোল

ক্রীড়া ডেস্ক

৮ অক্টোবর ২০২০ ১৬:০০

বিশ্বচ্যাম্পিয়নদের ঝাঁঝ টের পেল ইউক্রেন। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জিরু-এমবাপ্পেদের ফ্রান্স।

স্তাদে দি ফ্রান্সে জোড়া গোল করেন অলিভার জিরু। গোল পেয়েছেন অন্য দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আর আঁতোয়া গ্রিজম্যানও। ইউক্রেনের হয়ে একটি গোল শোধ করেন ভিক্টর তাইশাঙ্কোভ।

ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে ফ্রান্স। নবম মিনিটেই তারা পেয়ে যায় সাফল্য। গোল করে দলকে এগিয়ে নেন এদোয়ার্তো কামাভিঙ্গা। এরপর ২৪ আর ৩৩ মিনিটে দুই গোল জিরুর।

প্রথমার্ধের ঠিক আগে আত্মঘাতী গোলে ইউক্রেনের হতাশা আরও বাড়ান ভিতালি মাইকলেঙ্কো। ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অবশ্য একটি গোল শোধ করতে পেরেছিল ইউক্রেন। ৫৩ মিনিটে ভিক্টর তাইশাঙ্কোভ ব্যবধান ৪-১ করেন। তবে ৬৫ মিনিটে আরও এগিয়ে যায় ফরাসিরা। এবার গোল করেন কোরেন্টিন তোলেসো।

৮২ মিনিটে এমবাপে আর ৮৯ মিনিটে গ্রিজম্যান আরও দুই গোল করে ব্যবধান ৭-১ করে দেন। শেষতক ওই বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]