22583

03/14/2025 জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ফ্রেমে অর্জুন-মালাইকা

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ফ্রেমে অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারী ২০২৪ ১২:১১

অর্জুন কাপুর আর মালাইকা অরোরা। বলিউডে আলোচনার মূল কেন্দ্রবিন্দু না হলেও কোনো না কোনোভাবে তারা এসে পড়েন লাইমলাইটে। এর পেছনে রয়েছে তাদের প্রেম। নিয়মিত তারা শিরোনাম হোন মিডিয়ার। কখনও একসঙ্গে থাকা নিয়ে, কখনও আলাদা হওয়া নিয়ে। নানা কারণেই অর্জুন কাপুর আর মালাইকা অরোরা বহুদিন একসঙ্গে কোথাও যাননি।

যাদের ইনস্টাগ্রাম খুললেই দুজনের একসঙ্গে ছবি দেখা যেত প্রায়ই, তারা বহুদিন কোনও ছবিই পোস্ট করেননি। মালাইকা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় একাই ঘুরছিলেন কদিন। ছুটি কাটাতে চলে গিয়েছিলেন বোন অমৃতা অরোরার সঙ্গে। স্বল্প এই বিরতি সহ্য হয়নি নেটিজেনদের। এই থেকেই তাদের জল্পনা, দুজনের বিচ্ছেদ হয়ে গেছে।

তবে সেই খবর যে সত্যি নয়, তা কিছুদিন ধরে আভাস পাওয়া যাচ্ছিল। মালাইকার ঘনিষ্ঠজনরা বলছেন, ‘সবই গুজব! দুজনে ভালো আছে’। তারা মুখে বললেও এই কথার কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে দুজনকে একসঙ্গে ‘ডেট’-এ যেতে দেখে মালাইকার ঘনিষ্ঠজনদের কথা সত্য বলে ধরা গেল।

দুজনেই এক গাড়িতে বেরিয়েছিলেন শুক্রবার রাতে। রাস্তায় যথারীতি ছবি শিকারিদের নজরে পড়ে যান তারা। তাদের নাইটস্টের ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কিন্তু যারা গত সাত-আট বছর ধরে গভীর সম্পর্কে রয়েছেন, তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়াল কী করে?

শোনা যাচ্ছিল, যত গন্ডগোল বিয়ে নিয়ে। একজন ফের বিয়ের পিঁড়িতে বসতে চান। অন্যজন এখনই সে পথে হাঁটতে নারাজ। ফলে মনোমালিন্য লেগেই থাকত। তার ওপর মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ় খান সম্প্রতি দ্বিতীয় বার বিয়ে সারেন তার প্রিয়তমা সুরির সঙ্গে। দুজনের বিয়ের ভিডিও দেখতে দেখতে বিভিন্ন মহলে ফের আলোচনা শুরু হয় অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে। মালাইকা কয়েক দিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সবকিছু থেকেই।

তবে কিছু দিনের মধ্যেই তার ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খান একটি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সেখানে একটি শোয়ের মেকআপ রুমে কারা কী টিফিন এনেছেন, তা অনুরাগীদের দেখাচ্ছিলেন তিনি। সেই দলে ছিলেন মালাইকাও। সেখানেই ফারাহ মালাইকার টিফিন বক্স দেখিয়ে বলেন, অর্জুনের বাড়ি থেকে দারুণ খাবার এসেছে তার জন্য। তখনই বোঝা যায়, দুজনের মধ্যে মান-অভিমানের পালা চললেও বিচ্ছেদ আদৌ হয়নি। মাঝে দুজনে এক বন্ধুর বিয়েতেও একসঙ্গে ছবি তুলেছিলেন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]