226

03/13/2025 চৈত্রের এই তাপদাহ আরও কয়েকদিন

চৈত্রের এই তাপদাহ আরও কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক

১ এপ্রিল ২০২০ ০০:৫৭

এক চিলতে মেঘ নেই নীল আকাশে। রোদের মেজাজে এখন বাতাস হয়ে উঠছে গরম। মনে হয়,আগুনের হল্কা বইছে। তবে আবহাওয়াবিদের ভাষায়, এটা তাপদাহ। কয়েকদিন ধরে তাপদাহে মানুষ হাশপাশ করছে। কোথাও নেই এতটুকু শীতল পরশ। এরই মধ্যে আবহাওয়া অফিস আভাস দিয়েছে, আরও কয়েকদিন এই তাপদাহ চলতে পারে।

চৈত্রের শেষে বাংলার নববর্ষ বৈশাখ আসতে এখনও বেশ দেরি। বৈশাখ বলতে চোখের সামনে ভেসে ওঠে ঝড়-বৃষ্টি। কিন্তু আবহাওয়া অফিস পূর্বাভাসে বলছে, ক’দিন পর দেশে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তাই বলে গরম কমে যাওয়ার কোন সম্ভাবনার কথা নেই বলে আভাস দেয়া হয়েছে। বরং আরও ক’দিন গরম অব্যাহত থাকতে পারে।

এমনিতে দেশে করোনাভাইরাসের প্রার্দুভাবে মূলত সারা দেশে চলছে লক ডাউন। এই লক ডাউনে এখন সবাই প্রায় ঘরবন্দী। এই ঘরবন্দীর মধ্যে তাপদাহ সবাইর কাছে এক নতুন কষ্ট বয়ে এনেছে বলে মনে করছে সংশ্লিস্টরা। তবে আগামী ৩ এপ্রিল থেকে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রী সেলসিয়াস।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]