22837

04/04/2025 মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

মহাকাশ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: চীন

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৪ ১৫:০৮

মহাকাশ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে চীন। দেশটি প্রকাশ্যে মহাকাশকে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ব্যাপকভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে, এবং বড় দেশগুলোর মধ্যে বৈরিতাকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৬ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। খবর সিনহুয়ার।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ‘মহাকাশে চীনের হুমকি’ তত্ত্ব প্রচার করে আসছে। এর মূল লক্ষ্য হলো, মহাকাশে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করা ও সামরিক আধিপত্য বিস্তার করা।

তিনি আরও বলেন, চীন মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে বিশ্বাসী এবং সেখানে সামরিক প্রতিযোগিতার বিরোধী। চীন আইনানুগভাবে মহাকাশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়। যুক্তরাষ্ট্রের উচিত মহাকাশকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]