22927

04/11/2025 এবার মধুমতি ব্যাংকের নাম পরিবর্তন

এবার মধুমতি ব্যাংকের নাম পরিবর্তন

অর্থনৈতিক প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৪ ১২:৪৮

এবার মধুমতি ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ ক (ক) ধারার বিধান অনুসারে ২৮ জানুয়ারি থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘মধুমতি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ২৮ জানুয়ারি থেকে দেশের তফসিলভুক্ত ‘মধুমতি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

দেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে এমন নির্দেশনার পর সব ব্যাংকই নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।

এর আগে আরও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লিমিটেড থেকে পিএলসিতে পরিবর্তন করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]