22928

03/14/2025 সুনীল শুভ’কে জাতীয় পার্টির মুখপাত্র ঘোষণা

সুনীল শুভ’কে জাতীয় পার্টির মুখপাত্র ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৪ ১২:৫৪

জিএম কাদেরের অংশ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সাবেক প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র ঘোষণা করেছে রওশন এরশাদের অংশ।

সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চেয়ারম্যান রওশন এরশাদের অনুমোদনক্রমে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দলের মুখপাত্র করা হয়েছে। পার্টির প্রেস ও মিডিয়ার সব দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনে পছন্দের আসন না পাওয়া ও আর্থিক দ্বন্দ্বে শেষ পর্যন্ত আবারও ভেঙেছে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। এবারের দ্বন্দ্বের দৃশ্যপটে ফের ভাবি-দেবর। দেবর জিএম কাদেরকে দলের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ।

অন্যদিকে ভাবির এই সিদ্ধান্তের কোনও মূল্য নেই বলে জানিয়েছেন জিএম কাদের অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু। যার ফলে, আরেক দফায় ভাঙল জাপা।

রোববার (২৮ জানুয়ারি) সকালে এক মতবিনিয়ম সভায় রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে দল থেকে আগে বহিষ্কৃত কাজী মামুনুর রশীদকে মহাসচিব করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]