22942

04/04/2025 তৌহিদ হকের নাটক ‘পাব কি তারে’

তৌহিদ হকের নাটক ‘পাব কি তারে’

বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারী ২০২৪ ১৯:৪৪

শিগগিরই সম্প্রচার হতে যাচ্ছে সময়ের তরুণ নির্মাতা তৌহিদ হকের নাটক ‘পাব কি তারে’। ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সৈয়দ জামান শাওন ও ফারিন খান ‘পাব কি তারে’ নাটকে কাজ করেছেন।

তৌহিদ হকের প্রথম পরিচালিত নাটক, ‘রিগ্রেট’। মনিরা মিঠুকে নিয়ে নারী প্রধান এই নাটকের প্রযোজক ছিলেন নির্মাতার মা নিজেই।

নতুন এ নাটক নিয়ে নির্মাতা জানান, আমি সত্যিই লাকি যে আমার নাটকের প্রডিউসার আমার মা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, মা আমাকে নিয়ে অনেক আশাবাদী এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন মায়ের মুখে হাসি ফোটাতে পারি। ‘পাব কি তারে’ একটি রোমান্টিক গল্পের উপর নির্মিত।

নতুন কাজ নিয়ে ফারিন খান বলেন, নাটক ‘পাবো কি তারে’ আমার খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। কারন কনকনে শীতের ভিতর শুটিং করার যে কি অনুভুতি, সত্যি আমরা অনেক কষ্ট করেছি শুটিং সেটে। আমার সহশিল্পী শাওন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছেন, কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড।

শাওন-ফারিন ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন আসমা, জিল্লু রকি খান, মৌ শিখাসহ আরও অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]