22950

04/20/2025 আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারী ২০২৪ ১১:২২

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪ জেলায় জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠাকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত ও জনপ্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে উৎসব। চলবে শুক্রবার পর্যন্ত।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ এই প্রতিপাদ্যে জাতীয় পিঠা উৎসব হচ্ছে। পিঠাশিল্পীদের উৎসাহ দিতে এবার উৎসবে খানিকটা ভিন্নতা যোগ করা হয়েছে।

এবার উৎসবে ৫০টির বেশি স্টল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ প্রদান করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]