23021

03/14/2025 নতুন চেয়ারম্যান নির্বাচনে বৈঠকে বসবে পিসিবির গভর্নিং বডি

নতুন চেয়ারম্যান নির্বাচনে বৈঠকে বসবে পিসিবির গভর্নিং বডি

ক্রীড়া ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ যেন মিউজিক্যাল চেয়ার শো। নাজাম শেঠি, রমিজ রাজা, জাকা আশরাফের মত নামগুলো পিসিবি সভাপতির চেয়ারে বসেছে এক বছরের মধ্যেই। বর্তমানে সেখানে আছেন শাহ খাওয়ার। যদিও এটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। মূলত নতুন চেয়ারম্যান নিয়োগই তার দায়িত্ব।

শাহ খাওয়ারের আগে জাকা আশরাফকেও নিয়োগ দেওয়া হয়েছিল একই নিয়মে। তবে লম্বা সময় পার করে দিলেও সেই নির্বাচন আয়োজন করতে পারেননি তিনি। এরপরই এক মাসের জন্য শাহ খাওয়ারকে নিয়োগ দেওয়া হয়। সেই লক্ষ্যেই আগামী ৬ ফেব্রুয়ারি পিসিবির গভর্নিং বডির বৈঠক দেখেছেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান। সেদিনই নির্বাচিত হতে পারেন নতুন পিসিবি প্রধান।

পিসিবির ‘এক মাসের’ চেয়ারম্যান শাহ খাওয়ার

এর আগে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল— পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি তিন বছর মেয়াদে পিসিবির চেয়ারম্যান হতে পারেন। তিনি বর্তমানে পিসিবির গভর্নিং বডির একজন সদস্য।

আগামী ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর ঠিক দুদিন আগেই হবে পিসিবি’র প্রেসিডেন্ট নির্বাচন। তবে এদের মধ্যে মহসিন নাকভিই এগিয়ে আছেন। গঠনতন্ত্র অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি একইসঙ্গে পিসিবির চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করেন, তিনিই দুজন প্রার্থী ঠিক করে দেন। সেখান থেকেই বেছে নেওয়া হবে পরের প্রেসিডেন্ট।

চলতি বছর এই মনোনয়ন পেয়েছেন মহসিন নাকভি এবং মুস্তফা রামদি। এদের দুজনেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের গভর্নিং বডির সদস্য।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]