23023

04/04/2025 আমরা হতাশ হবো না, আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে

আমরা হতাশ হবো না, আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৯

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আপনারা লাখ লাখ মামলা দিয়ে লাখ লাখ লোককে (বিরোধীদলীয় নেতাকর্মী) আসামি করে বনে-জঙ্গলে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা হতাশ নই। আমরা হতাশ হবো না। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদের সাময়িকভাবে দমিয়ে রাখবেন। ইতিহাস কথা বলে... স্বৈরাচার কোনোদিন পুলিশ দিয়ে গণতান্ত্রিক মানুষকে দমিয়ে রাখতে পারে না। ১৫ বছর তো ক্ষমতায় ছিলেন, জাতিকে কিছুই দিতে পারেননি। শুধু কথা, শুধু ধমক... এগুলো ছাড়তে হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচার থাকতে পারেনি। এসব আন্দোলনে আমাদের ছাত্ররা আত্মহুতি দিয়েছে। এবার আমরাও ধৈর্য ধারণ করেছি।

তিনি বলেন, যারা বলে বিএনপি হতাশ হয়েছে, যারা বলে বিএনপির সাংগঠনিক শক্তি নেই... একদিনের জন্য অনুরোধ করব যে, পুলিশকে নিরপেক্ষ রেখে মাঠে আসুন। দেখি কে হারে আর কে জেতে। সেটি তো করবেন না। কারণ আপনাদের জনগণের সমর্থন নেই।

বিভিন্ন টকশোতে বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা ব্যক্তিদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, সময় আসবে, তখন এসব কথার জবাব দেওয়া হবে। মির্জা আলমগীর এখনো জেলে কেন? মির্জা আব্বাস এখনো জেলে কেন? আমীর খসরু এখনো জেলে কেন? এর জবাব কি আপনারা দিতে পারবেন? কোনোদিনও পারবেন না। তাদের মিথ্যা মামলায় কারাগারে রেখেছেন।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]