23075

04/03/2025 সবুজবাগে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

সবুজবাগে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৭

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারের নাম মো. দেলোয়ার হোসেন। গতকাল শুক্রবার রাতে সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে এক মাদক কারবারি সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজা কেনা-বেচায় ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দেলোয়ার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]