23294

04/04/2025 গলায় ফাঁস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৩

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসায় মোছা. সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ার) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

মৃতের বাবা জামাল উদ্দিন বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করে। পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃর্ধাবাড়ী পশ্চিম পাড়া এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]