23392

03/14/2025 চট্টগ্রামে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, সোনাসহ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, সোনাসহ অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪১

চট্টগ্রামে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫১ ভরি সোনাসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ছয়জন হলেন- মো. আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) ও মো. রিয়াদ হোসেন (১৯)।

বিভিন্ন থানায় মেহেদীর নামে তিনটি মামলা, হান্নান ও রুবেলের নামে একটি করে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ওয়্যার মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানা পুলিশ সূত্র জানায়, চকবাজার থানাধীন মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসায় চুরির ঘটনায় মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরে তাদের দেওয়া তথ্যমতে বারিক বিল্ডিং এলাকা থেকে ৫১ ভরি সোনা উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘যৌথ উদ্যোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেখানো তথ্যমতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]