23570

04/04/2025 কিডনি বেচে দেওয়ার ভাবনা অঙ্কুশের!

কিডনি বেচে দেওয়ার ভাবনা অঙ্কুশের!

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৪

অভিনেতা হিসেবে তিনি যে সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। প্রযোজক হিসেবেও এ বার হাতেখড়ির পালা। মুক্তি পেতে চলেছে ‘মির্জা’। তার আগেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরের খেলায় মজলেন তিনি।

অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজকের আসনে বসলে বাড়তি কিছু দায়িত্ব থেকে যায়। সিনেমা তৈরির শৈল্পিক দিকটি তো বটেই, অর্থনৈতিক দিকটিও দেখাশোনা করতে হয়।

এক ভক্ত অঙ্কুশকে প্রশ্ন করেন, দাদা মির্জাতে একজন ব্যাক আপ ডান্সার নিয়ে টাইটেল ট্র্যাকটা সত্যি থাকবে?

ভক্তের এ প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ রসিকতায় উত্তর দিয়েছেন অঙ্কুশ। মজার ছলে তিনি লেখেন, ‘কিডনি বেচে কত পাই।’ এ উত্তরের সঙ্গে হাসির ইমোজিও যোগ করেছেন অভিনেতা।

অঙ্কুশ জানিয়েছেন, খুব শিগগিরই মুক্তি পাবে ‘মির্জা’র ট্রেলার। আর তাতে থাকবে বিশেষ চমক। আপাতত তারই অপেক্ষায় ভক্তরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]