23581

04/04/2025 দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষ, মনোনয়ন বোর্ডের সভা শুরু

দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষ, মনোনয়ন বোর্ডের সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৫

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবন ত্যাগ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এরপরই আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলীয় প্রধান।

গণভবনে প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বেলা ১০টা ৫০ মিনিটে মনোনয়ন প্রত্যাশীরা গণভবন থেকে বের হয়ে আসেন।

এ সময় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রধানের সাক্ষাৎ পেয়ে তারা খুশি। দলীয় মনোনয়ন চাওয়া এক হাজার ৫৪৯ জনের মধ্য থেকে দলীয় প্রধান যে ৪৮ জনকে মনোনয়ন দেবেন, সবাই তা মেনে নেবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে ৪৮ জন সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]