23595

03/14/2025 এক ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল সার্ভিস

এক ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬

এক ঘণ্টা পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে চালু হয় মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।

এর আগে রাজধানীর কাজীপাড়ায় তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস।

উল্লেখ্য, কিছুদিন আগেও হঠাৎ মেট্রোরেলের যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়েছিল। মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণে দুই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]