2361

03/14/2025 সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২০ ১৯:০৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় গতকাল রবিবার সকালে কোভিড টেস্টের জন্য তারা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।

এদিকে মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ধারণা করা হচ্ছে গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’ পরিদর্শন সময় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে মেয়র সংক্রমিত হতে পারেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]