23672

03/11/2025 এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন পড়ে ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৯

রেলপথের উপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের একটি ক্রেন পড়ে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিলো। ক্রেন পড়ার ঘটনাটি ঘটে মগবাজার থেকে কারওয়ান বাজার অংশের রেলপথের উপর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে উনারাই (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ) ক্রেন সরিয়েছে। পরে সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]