23679

03/12/2025 মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৭

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।

হাতিরঝিল থানার এসআই মো. তমেজ উদ্দিন বলেন, সকাল সোয়া ৯টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]