23730

04/04/2025 হঠাৎ ইসিতে যাচ্ছেন ওবায়দুল কাদের

হঠাৎ ইসিতে যাচ্ছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৩

নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিতে যাবে বলে জানা গেছে।

দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে ইসিতে যাবেন। তবে কোন ইস্যুতে তারা ইসিতে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন ওবায়দুল কাদের।

তবে সংরক্ষিত নারী নিয়ে কথা বলার জন্য ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে আসবেন বলে একটি সূত্রে জানা গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]