23790

03/14/2025 উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে বৈঠকে বসছে ইসি

উপজেলা নির্বাচনের বিধি সংশোধনে বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৩

উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন নিয়ে ‘২৮তম কমিশন সভা’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসবে কমিশন। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। এছাড়া, অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সভার আলোচ্যসূচি হলো, ক) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর সংশোধন সংক্রান্ত; খ) উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর সংশোধন সম্পর্কিত; এবং গ) বিবিধ।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]