24341

03/13/2025 ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের পাশে ব্যারিস্টার সুমন

ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারের পাশে ব্যারিস্টার সুমন

জেলা সংবাদদাতা, হবিগঞ্জ

২০ এপ্রিল ২০২৪ ১৭:৫১

চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার ৮৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউনিয়ন চেয়ারম্যান রুমন ফরাজি, এডভোকেট নজরুল ইসলাম, ডা: প্রিয়াঙ্কা, ইউপি সদস্য মো: রমজান আলী প্রমুখ।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে থেকে নিবেদিতভাবে কাজ করে যাবেন তিনি।

১৮ এপ্রিল সন্ধ্যায় চুনারুঘাট উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। মুহূর্তের মধ্যে গাছপাল ও ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অনেকের ঘরের চাল উড়ে যায়।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]