24454

04/04/2025 গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা সংবাদদাতা,গাজীপুর

২৫ এপ্রিল ২০২৪ ১১:১০

গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় মহানগরের তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুনের এ ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তেলিপাড়ায় মো. ইয়াসিনের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মজুদ করা বিভিন্ন ধরনের তুলা, ঝুট মালামাল, বিভিন্ন ধরনের মেশিনারিজ পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]