24515

03/13/2025 ফাঁস হলো রণবীর-সাই এর রাম-সীতা লুক

ফাঁস হলো রণবীর-সাই এর রাম-সীতা লুক

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪ ১৪:০৩

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকের উচ্ছ্বাস যেন কিছুটা বেশিই দেখা যাচ্ছে। সিনেমাটিতে রাম-সীতার চরিত্রে থাকছেন রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের সেট থেকেই ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর-সাই এর লুক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বড় বাজেটের সিনেমা রামায়ণ নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবু সেট থেকে ফাঁস হল রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ রাম ও সীতার ছবি।

জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। রামায়ণে রণবীর ও সাই প্রথমবারের জুটি বেঁধেছেন।

লুক ফাঁস হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।

জানা যায়, রামের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমায় দেখা গিয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]