24521

04/07/2025 হাসিতে ঘায়েল নেটদুনিয়া, কী বলছেন পিয়া

হাসিতে ঘায়েল নেটদুনিয়া, কী বলছেন পিয়া

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪ ১৬:৫০

টিভি তারকা ও আইনজীবী পিয়া জান্নাতুলের হাসিতে যেন ঝড় বইছে নেটদুনিয়ায়। ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসি দিয়ে আলোচনায় পিয়া জান্নাতুল।

সম্প্রতি ব্যারিস্টার সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলার সময় তার সহকর্মী হিসাবে পাশেই দাঁড়িয়ে ছিলেন পিয়া। সেখানে তার মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।


বিষয়টি নিয়ে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পিয়া বলেন, ‘আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’

ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশির ভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।

আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।’

পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com