24585

04/04/2025 আরও শারীরিক পরীক্ষা হবে খালেদা জিয়ার, বিদেশ নেওয়ার পরামর্শ

আরও শারীরিক পরীক্ষা হবে খালেদা জিয়ার, বিদেশ নেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

২ মে ২০২৪ ১২:২৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পরপরই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে এখনো কিছু পরীক্ষা বাকি আছে।

বৃহস্পতিবার (২ মে) সেসব পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাহিদ হোসেন জানান, গতকাল রাতেই খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে আনার পরে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সভা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।’

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, জাফর ইকবাল, শামস মনোয়ার, এফ এম সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]