24645

04/21/2025 পটুয়াখালীতে মাছ চুরি দেখে ফেলায় এক যুবককে কুপিয়ে জখম

পটুয়াখালীতে মাছ চুরি দেখে ফেলায় এক যুবককে কুপিয়ে জখম

পটুয়াখালী থেকে

৪ মে ২০২৪ ১৭:০০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে মাছ চুরির ঘটনা দেখে ফেলায় রাসেল মাহমুদ (২৫) নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে মাছের ঘেরে ফেলে রেখে যায়। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

পরে ডাকচিৎকার শুনে রাসেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে ডাকেন। কলাপাড়া থানা থেকে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাসেল মাহমুদের বাবা মো. আবুল কালাম বলেন, তাঁদের মালিকানাধীন মাছের ঘেরের মাছ চুরি করছিল দুর্বৃত্তরা। এ ঘটনা দেখে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে তাঁর ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপে রাসেলের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ হাতের দুটি আঙুল ভেঙে দেওয়া হয়েছে। শরীরেও একাধিক আঘাতের চিহ্ন আছে।

এ ঘটনায় রাসেলের বাবা আবুল কালাম কলাপাড়া থানায় মাহবুব গাজী, ছিদ্দিক কাজী, রাসেল কাজীসহ ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ৯৯৯-এ কল করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হামলার ঘটনা জানানো হয়। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাস্থল থেকে মাছ শিকারের একাধিক জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]