24734

03/12/2025 ফেনীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ফেনীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেলা সংবাদদাতা,ফেনী

৬ মে ২০২৪ ১২:১৪

ফেনীতে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। গতকাল রোববার রাত ১০টা থেকে শুরু হওয়া এ বৃষ্টি সোয়া ১১টা পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘন্টায় ৬ কিলোমিটার বাতাসের গতি ছিল।

ফেনী আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মুজিবুর রহমান আরও জানান, গতকাল রাতে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৬ কিলোমিটার।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]