24760

03/13/2025 দুই ড্রয়ের পর জিতলেন ফাহাদ

দুই ড্রয়ের পর জিতলেন ফাহাদ

ক্রীড়া ডেস্ক

৭ মে ২০২৪ ১১:০৩

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টারস দাবায় অবশেষে জয় পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম দুই রাউন্ড ড্রয়ের পর গতকাল রাতে তৃতীয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের এই দাবাড়ু। তিন রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২২।

গতকাল তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরম্যান আলুয়া। ২৩০৭ রেটিংধারী এই মহিলা দাবাড়ু ফাহাদকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। তাই অনেকটা সহজেই জিতেছেন।

আজ চতুর্থ রাউন্ডে ফাহাদ উজবেকিস্তানের গ্রান্ডমাস্টার ভাখিদভ জাখগিরের মুখোমুখি হবেন। উজবেক গ্র্যান্ডমাস্টারও অনেক উঁচু রেটিংধারী (২৫৯৯)। ফাহাদ এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে চাইনিজ সুপার গ্র্যান্ডমাস্টারকে ও দ্বিতীয় রাউন্ডে বিশ্বসেরা দাবাড়ু কার্লসেনকে হারানো গ্র্যান্ডমাস্টারকে রুখে অসাধারণ পারফরম্যান্স করেছেন।

২০০৯ সালের পর বাংলাদেশ আর গ্র্যান্ডমাস্টার পায়নি। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গত দুই বছর গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে চেষ্টা করছেন। গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]