24813

04/04/2025 ‘সেরা শট পোস্টে লাগে না’, অভাগা মানতে নারাজ এমবাপ্পে

‘সেরা শট পোস্টে লাগে না’, অভাগা মানতে নারাজ এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

৮ মে ২০২৪ ১১:৫৮

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। পিএসজির জার্সিতে এবারই তাই ইউরোপ সেরা হওয়ার শেষ সুযোগ ছিল তার। কিন্তু দুই লেগেই গোল মিস করে ওই সুযোগ হাতছাড়া করেছেন ফ্রান্সম্যান।

ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের পর প্যারিসেও ১-০ গোলে হেরেছেন এমবাপ্পেরা। ৩০ শট নিয়ে গোল করতে না পারলেও নিজেদের অভাগা মানেন না তিনি। ম্যাচ শেষে হারের দায় নিয়ে এমবাপ্পে বলেন, ‘দলকে যতটা সম্ভব সহায়তা করতে চেয়েছিলাম। কিন্তু যথেষ্ট সহায়তা করতে পারিনি। বক্সে দলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলে, অবশ্যই আমার দিকে তীর আসা উচিত। কারণ আমার গোল করা উচিত ছিল। আরও নিঁখুত হতে হতো।’

দলের সেরা ভরসার নাম এমবাপ্পে। শক্তির বিবেচনায় ডর্টমুন্ডের চেয়ে এগিয়েই ছিল পিএসজি। অথচ এমবাপ্পে-ডেম্বেলে-গঞ্জালো রামোসের মতো ফরোয়ার্ড লাইন থাকার পরও গোল করতে ব্যর্থ হয়েছে প্যারিসের দলটি। এমবাপ্পে জানিয়েছেন, দল ভালো করলে তিনি যেমন আলোর ভাগিদার হয়েছেন। খারাপ সময়ে দলের ছায়ার ভাগও নিচ্ছেন।

বিশ্বকাপ জয়ী তরুণ ফরোয়ার্ড বলেন, ‘যখন দলের সবকিছু ভালো যায়, আমাকে আলোয় রাখা হয়। দলের খারাপ সময়ে ছায়াটাও তাই আমার ওপর পড়া উচিত। সবার আগে যার গোল করা উচিত ছিল, সে হচ্ছি আমি। নিজেদের আমি অভাগা বলবো না। কারণ আপনি সেরা শটটা নিলে তা পোস্টে লাগবে না, গোলেই যাবে। তবে এটাই আসলে জীবন। দলের, আমার এবং আমাদের এটা কাটিয়ে উঠতে হবে।’

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]