24888

09/17/2024 রেকর্ড গড়েও জংওয়ে বলছেন, ‘দেশকে হতাশ করেছি’

রেকর্ড গড়েও জংওয়ে বলছেন, ‘দেশকে হতাশ করেছি’

ক্রীড়া ডেস্ক

১১ মে ২০২৪ ১১:১৮

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের সবকটিতেই হেরেছে সিকান্দার রাজার দল। গতকাল মিরপুরে জিম্বাবুয়ে দল হেরেছে ৫ রানের ব্যবধানে। ম্যাচ শেষে জিম্বাবুয়ের হয়ে সংবাদ সম্মেলনে আসেন লুক জংওয়ে।

গতকালের ম্যাচে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন জংওয়ে। তবে নিজের এমন অর্জনেও খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না এই পেসার। তিনি বলেন, 'প্রথমত আমি এই ব্যাপারটা জানতাম না। যখন আপনি ভালো করবেন তখন স্বাভাবিকভাবে জয়ী দলের পক্ষে থাকতে চাইবেন কিন্তু সেটা হয়নি আজ। দিনশেষে এটা (রেকর্ড) কোনো ব্যাপার না।'

তিনি আরও বলেন, 'যতদূর মনে পড়ে তৃতীয় ম্যাচটিও অনেক কাছাকাছি গিয়ে হেরেছি। আমার যতটুকু ভালো করার কথা ছিল দেশের জন্য আমি সেটা হয়তো করতে পারেনি। আমি আমার দেশকে হতাশ করেছি। সেটা আগের ম্যাচ বা এই ম্যাচে হোক। এজন্যই আমরা বোধহয় এই পজিশনে।'

জংওয়ে অবশ্য হারের দায় নিজের কাঁধে নিচ্ছেন, 'ম্যাচে এমনটা ঘটেই। আমরা খুব সম্ভবত সারারাত চিন্তা করব ঐটা যদি ছয় হতো তাহলে কী হতো! কিন্ত ক্রিকেটে যদি, কিন্তু বলে লাভ নেই। দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে হারের দায় আমি আমার কাঁধেই নিচ্ছি।'

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]