2490

04/04/2025 একই পরিবারের ৯ জন দগ্ধ

একই পরিবারের ৯ জন দগ্ধ

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

৯ নভেম্বর ২০২০ ১৬:৪২

চট্টগ্রাম নগরীতে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

রোববার (০৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার চার তলা ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন।

তিনি জানান, মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় চার তলা একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]