24962

04/04/2025 বিকেলে আরও ২ যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক

বিকেলে আরও ২ যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৪ ১০:৫০

দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির একরকম দূরত্ব সৃষ্টি হয়েছিল। এখন সে দূরত্ব ঘুচিয়ে আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে পরামর্শ নিতে সঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটির লিয়াজোঁ কমিটি।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় জোট ও লেবার পার্টির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠকে হয়েছে। আজ বিকেল ৪টায় প্রথমে জাতীয় জোট আর ৫টায় লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে।

এর আগে ফেব্রুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপৎ সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে করেছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]