25060

04/04/2025 ডিম্বাণু সংরক্ষণ করেছেন এষা, সন্তানের জন্যই করতে চান বিয়ে

ডিম্বাণু সংরক্ষণ করেছেন এষা, সন্তানের জন্যই করতে চান বিয়ে

বিনোদন ডেস্ক

১৪ মে ২০২৪ ২০:২৫

বর্তমান সময়ে সারোগেসির মাধ্যমে সন্তানলাভ করার বিষয়টি বেশ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে বলিউড তারকাদের জন্য। বিশেষ করে, অভিনেত্রীরা নিজেদের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবেই সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করছেন।

সম্প্রতি বলিউড অভিনেত্রী এষা গুপ্তা সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। এই অভিনেত্রী জানান, সন্তান ধারণের জন্য ২০১৭ সালেই তিনি ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন।

বর্তমানে স্প্যানিশ শিল্পপতি ম্যানুয়েল ক্যাম্পোস গুয়াল্লারের সঙ্গে সম্পর্কে আছেন এষা। খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করবেন তিনি। তবে এষা জানালেন, ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন।

অভিনেত্রী বলেন, ‘ম্যানুয়েলের সঙ্গে দেখা হওয়ার আগে ২০১৭ সালেই আমি ডিম্বাণু সংরক্ষণ করেছি। তার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আমি টানা সাড়ে তিন বছর কোনও সম্পর্কে ছিলাম না। আমাদের হঠাৎ দেখা হয়। তবে সেটা দেশের কোথাও নয়।’

এশা আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দু’জনেই বুঝতে পারি, আমরা সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছি। আমরা জানতাম, সবকিছু ভালো চললে আমরা বিয়ে করে ফেলবে। আমরা শিগগিরই বিয়েটা করে নিতে চাই। আমরা চাই, আমাদের সন্তান হোক। কারণ আমার সবসময় বাচ্চা খুব ভালো লাগতো। ম্যানুয়েল নিজেও সেটা জানে। সে বাবা হতে প্রস্তুত।’

ডিম্বাণু সংরক্ষণ নিয়ে এষা বলেন, ‘আমি যে সময়ে ডিম্বাণু সংরক্ষণ করি, সেই সময়ে এই পদ্ধতি খুবই খরচসাপেক্ষ ছিল। স্বাস্থ্যের ব্যাপারে আমি সচেতন ছিলাম। তবুও এই ডিম্বাণুগুলো আমার সন্তান। আমার স্বাস্থ্য ভালো থাকাকালীনই আমি এই ডিম্বাণু সংরক্ষণ করেছিলাম।’

সন্তানলাভের জন্যই বিয়ে করতে চান এষা। এমনটাই বলেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘অভিনেত্রী না হলে এতদিনে আমি তিন সন্তানের মা হতাম। আমি বাচ্চা ভালোবাসি। ম্যানুয়েলের সারোগেসি বা দত্তক নেওয়া নিয়েও কোনও সমস্যা নেই। আমি চাই, আমাদের সন্তানের চোখ হোক ম্যানুয়েলের মতো, আর গায়ের রং আমার মতো। আমি ওকে সন্তানের জন্যই বিয়ে করতে চাই।’

সবশেষ এষা জানান, তার কাকি সর্বপ্রথম তাকে ডিম্বাণু সংরক্ষণ করার পরামর্শ দিয়েছিলেন। এরপরই ডিম্বাণু সংরক্ষণ করেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]