25130

04/04/2025 নতুন গানচিত্র ‘তোর প্রেমেতে’

নতুন গানচিত্র ‘তোর প্রেমেতে’

বিনোদন ডেস্ক

১৬ মে ২০২৪ ১৫:২৭

মুক্তি পেয়েছে নতুন গানচিত্র ‘তোর প্রেমেতে’। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তিপ্রাপ্ত গানটিতে কন্ঠ দিয়েছেন সামজ। গানের কথা লিখেছেন আশিক মিনি। সুর ও সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।

এ গানের মাধ্যমে প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ জয়নাল জ্যাক। সঙ্গে মডেল হয়েছেন ফারহানা জাহান ও অপু। ইয়াসিন আরাফাত বিহনের পরিচালনায় গানটির সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

গান প্রসঙ্গে জয়নাল জ্যাক বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিনয় করলেও এবারই প্রথম কোনো মিউজিক ভিডিও করলাম। একেবারেই নতুন অভিজ্ঞতা। ভালো লেগেছে।’

ফারহানা জাহান বলেন, ‘গানটি অনেক পছন্দের একটি গান। ভিডিওটিতে জ্যাক ভাইকে কো আর্টিস্ট পেয়ে ভালো লেগেছে।’

কন্ঠশিল্পী সামজ বলেন, ‘লায়নিক মিউজিক আমার ঘরের মতো। এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে। এর বাইরেও এই প্রতিষ্ঠান থেকে আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]