25132

09/17/2024 লালমনিরহাটে আগুনে পুড়ল ২৫টি দোকান

লালমনিরহাটে আগুনে পুড়ল ২৫টি দোকান

লালমনিরহাট থেকে

১৬ মে ২০২৪ ১৫:৪৯

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পল্লী চিকিৎসক সবুজের বন্ধ চেম্বারে হঠাৎ লাগা আগুন মুহূর্তেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে যায় অন্তত ২৫টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন

মার্কেটটির মালিক সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালে উদ্দিন আহমেদ হেলাল এবং তার পরিবারের লোকজন। খবর পেয়ে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস তিনি।

কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]