25260

04/11/2025 বার্সাতে থাকার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী জাভি

বার্সাতে থাকার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী জাভি

ক্রীড়া ডেস্ক

১৯ মে ২০২৪ ১৯:৫৫

চলতি মৌসুম শেষে ক্লাবের দায়িত্ব ছাড়ার কথা বলেছিলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু তার ক্লাব ছাড়ার ব্যাপারে মোড় নিয়েছে নতুন নাটক। একের পর এক নেতিবাচক মন্তব্যের তির ধেয়ে আসছে তার দিকে। এর নেপথ্যে অবশ্য জাভি নিজেই। ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মুখ খুলে ক্লাবের একাধিক কর্মকর্তার তোপের মুখে পড়েছেন বার্সা বস। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে গুঞ্জন চাউর হয়, জাভি হার্নান্দেজকে ছাঁটাই করতে পারে ক্লাবটি। বেশ কিছু ব্যাপারেই নাকি তার ওপর ক্ষিপ্ত সভাপতি ও শীর্ষ বোর্ড কর্মকর্তারা।

এসব খবর ছড়িয়ে পড়ায় বিরক্ত সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। তার দাবি, অযথাই উড়ো খবর রটাচ্ছে সংবাদমাধ্যমগুলো। গত সপ্তাহে বার্সেলোনার দলবদল পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জাভি বলেছিলেন, ক্লাবের অবস্থা ভালো নয় এবং তারা অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে খেলোয়াড় কিনতে পারবেন না। এরপর আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের সাথে ভ্রমণ করেননি সভাপতি হুয়ান লাপোর্তা৷

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাভির মন্তব্যে চটেছেন তিনি এবং খুব দ্রুতই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। তবে রায়ো ভালকানোর বিপক্ষে লা লিগার ম্যাচের আগে জাভি শোনান ভিন্ন কথা। তিনি বলেছেন, ক্লাবের সাথে তার সুসম্পর্ক রয়েছে।

জাভি বলেন, 'ক্লাব আমার ওপর আস্থা রেখেছে। আমি গুজবে পাত্তা দেই না। সভাপতি (হুয়ান লাপোর্তা) ও ডেকো (স্পোর্টিং ডিরেক্টর) আমাকে স্পষ্ট, ইতিবাচক বার্তাই দেন। আমি তাই গুজবকে পাত্তাই দেই না, বার্সা বোর্ড কী ভাবছে, আমি শুধু সেটা নিয়ে চিন্তা করি এবং সেখানে কোনো পরিবর্তন হয়নি। আমাদের একটি প্রকল্প আছে, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।'

গেল কয়েকদিনে কাতালান রেডিও স্টেশন আরএসি-১ বলেছে যে, লাপোর্তা জাভিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর সত্যতা নিশ্চিত করে স্পোর্ট। আর এএস-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ইতিমধ্যেই জাভির স্থলাভিষিক্ত কে হবেন, সেই ব্যাপারে সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছে।

জাভি মনে করছেন, 'এগুলো নিছকই মনগড়া গল্প। তিনি বলেন, এটা আমি বুঝতে পারি যে, মিডিয়াকে কিছু না কিছু ছাপতেই হবে। আমাদের যদি কিছু নিয়ে কথা বলার প্রয়োজন হয়, আমরা সেটা করব। তিন সপ্তাহ আগে আমরা এখানে বসেছিলাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে। এই জায়গায় কিছুই বদলায়নি।'

চলতি মৌসুমে শিরোপাহীন কাটানো বার্সেলোনা লা লিগায় আছে দুইয়ে। চ্যাম্পিয়ন্স লিগে তারা বাদ পড়েছিল শেষ আট থেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]